নবান্নের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! পূর্ত দফতরের পেছনে আগুন

নবান্নের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! পূর্ত দফতরের পেছনে আগুন

কলকাতা: আবারো শহরে অগ্নিকাণ্ড ঘটলো। কিছুদিন আগে নবান্নে আগুন লেগেছিল আর এবার আগুন লাগল নবান্নের কাছাকাছি হাওড়ার ওঙ্কর মল জেটিয়া রোডে পূর্ত দফতরের অফিসের পেছনদিকে। যদিও কী কারণে আগুন লেগেছে সেটা জানা যায়নি তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

সূত্রের খবর, এদিন সন্ধ্যে ছটা নাগাদ সেখানে আগুন লাগে। পূর্ত দফতরের বাইরে আগুন লাগার ফলে অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করেনি। তবে ওই অফিসের পাশে একটি রাস্তা রয়েছে যেখানে স্তুপাকৃতি প্রতিমা নির্মাণের কাঠামো এবং খড় রাখা ছিল। সেখানেই আগুন লেগে যায়। তবে দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে চলে আসায় তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়ে যায়। এই ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি কিন্তু দাহ্য বস্তু থাকায় বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তাড়াতাড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়ে যাওয়ার ফলে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়নি। কী কারণের জন্য আগুন লেগেছে তা এখন জানার চেষ্টা চলছে। আপাতত ঘটনাস্থলে রয়েছে শিবপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। 

এদিকে আবার আজ সকালেই তপসিয়া এলাকায় অন্য একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ২৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে আগুন লাগে। ওই এলাকার নিকটেই অনেক যুক্তি ছিল এবং তাই জন্য জনবহুল এলাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 5 =