উত্তরবঙ্গের কুমলাই নদীতে আগুন! ডাক পড়ল দমকলের! কিন্তু, ব্যাপারটা কী?

উত্তরবঙ্গের কুমলাই নদীতে আগুন! ডাক পড়ল দমকলের! কিন্তু, ব্যাপারটা কী?

জলপাইগুড়ি: কুমলাই নদীতে আগুন লাগার ঘটনায় হুলস্থুলকাণ্ড ধূপগুড়ি শহরে। আগুন লাগার ঘটনায় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। শেষ পর্যন্ত, ডাক পড়ে দমকলের। দমকলের ১ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

কিন্তু, ভাবছেন তো জলে আগুন লাগলো কীকরে? আসল ঘটণা হল, নদীর ব্রীজ সংলগ্ন এলাকা বর্তমানে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। অভিযোগ, বাজার এলাকার কিছু ব্যবসায়ী রাতের অন্ধকারে যাবতীয় নোংরা আবর্জনা নদী সংলগ্ন এলাকায় ফেলে। নোংরা আবর্জনার দুর্গন্ধে প্রায়শই ব্রীজের উপর দিয়ে চলাচল করতে গিয়ে অসুবিধার মুখে পড়েন সাধারণ মানুষ।

শনিবার সেই আবর্জনার স্তূপে আগুন লেগে যায়। মুহূর্তেই কাল ধোঁয়ায় ঢেকে যায় নদীর পার্শ্ববর্তী এলাকা। খবর পেয়ে আগুন দেখতে ভিড় জমান উতসুক জনতা। দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে, কীভাবে ওই আগুন লাগলো? তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, ধূপগুড়ি শহরের  স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় কুমলাই নদীর ধারই অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের রুপ নিয়েছে। কিন্তু, এইভাবে নদীবক্ষে আবর্জনা ফেলার কারণে এলাকায় দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ, তার উপর মাঝেমধ্যেই ঘটে এইরকম আগুন লাগার ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =