টায়ার শোরুমের আগুন নিয়ন্ত্রণে, পূর্ণাঙ্গ তদন্ত হবে

টায়ার শোরুমের আগুন নিয়ন্ত্রণে, পূর্ণাঙ্গ তদন্ত হবে

কলকাতা: সপ্তাহের শুরুতেই শহর কলকাতায় ফের আগুন লাগার ঘটনা ঘটে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের কাছে এক্সাইড মোড়ের একটি টায়ারের শোরুমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই খবর দেওয়া হলে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 

আরও পড়ুন- বারবার আদালত কেন উপদেশ দেবে? নিয়োগ মামলায় ফের প্রশ্নের মুখে CBI

জানা গিয়েছে, আগুন লাগার পর আশঙ্কা করা হচ্ছিল যে শোরুমে অনেকেই আটকে আছেন। তবে পরে খবর মেলে শোরুমে এক প্রৌঢ় আটকে ছিলেন। দমকল অবশ্য সঠিক কৌশল কাজে লাগিয়েই তাঁকে উদ্ধার করে। উদ্ধারকাজ চালানোর সময় দমকল কর্মীরা তাঁকে ছাদে নিয়ে যান এবং সেখান থেকে নীচে নামিয়ে নিয়ে আসেন। এরপর প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনার জন্য এক্সাইড মোড়ের মতো ব্যস্ত একটি জায়গায় যানজট তৈরি হয় কিছুক্ষণের জন্য। রাস্তার মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।