টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় প্রযোজনা সংস্থার গুদামে আগুন, অকুস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় প্রযোজনা সংস্থার গুদামে আগুন, অকুস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কলকাতা: সাতসকালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ টালিগঞ্জের কুঁদঘাটের স্টুডিয়ো পাড়ায় এক প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন লাগে। দাউ দাউ করে আগুন বেরতে দেখেন স্থানীয়রা৷ ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন৷ এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ 

আরও পড়ুন- অনুব্রতের বাড়ির পরিচারক থেকে কাউন্সিলর! সেই মুনের ব্যাঙ্ক থেকে কোটি টাকার লেনদেন!

বাবুরাম ঘোষ রোডের ওই গুদামটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। আশেপাশের বাড়ির লোকজন দূরে সরে যান। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। জানা গিয়েছে,  বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ওই গুদামে আগুন লাগে৷ ঘটনার সময় কেউ গুদামে উপস্থিত ছিলেন না। তবে সেখানে প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম রাখা ছিল। সেগুলি আগুনে নষ্ট হয়ে গিয়েছে৷  যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ৷ 

এদিকে, আগুনের তাপে ভেঙে পড়েছে প্রযোজনা সংস্থা এসকে মুভিজের গুদামের লোহার শেড ও পাঁচিল। আগুনের আঁচে আশেপাশেক কয়েকটি বাড়িতেও ফাটল দেখা গিয়েছে৷ গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেছে গোটা গুদাম ঘরে আগুন ছড়িয়ে পড়ে।  ফিল্মের রিল, ক্যান সহ একাধিক জিনিস পুড়ে ছাই৷ এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কী ভাবে ওই গুদামে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে৷ 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। গুদামটিতে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না৷ তবে গুদামের মধ্যে কেউ আটকে নেই বলেই জানাচ্ছেন স্থানীয়রা।