Aajbikel

পঞ্চমীতেই বিরাট অঘটন, পুড়ে ছাই গোটা পুজো মণ্ডপ

 | 
fire

মালদহ: আজ মহাপঞ্চমী। শহর থেকে গ্রাম, সব জায়গায় ঠাকুর দেখার ঢল নেমে গিয়েছে। অধিকাংশ জায়গাতেই রাস্তায় তিন ধারণের জায়গা নেই। পুজোর আবহে সকলেই মাতোয়ারা, খুশি। কিন্তু এরই মাঝে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। পুড়ে ছাই হল গোটা পুজো মণ্ডপ। ঘটনাটি ঘটেছে মালদহে। এলাকার বাসিন্দারা তো শোকে বিহ্বল হয়ে পড়েছেনই, পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। 

মালদহের এই পুজো মণ্ডপ আজই উদ্বোধন হওয়ার কথা ছিল। সেই মতো অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু আচমকা মণ্ডপের ভিতর থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই পুজো উদ্যোক্তারা দেখেন গোটা মণ্ডপে আগুন লেগে গিয়ে তা সম্পূর্ণ জ্বলছে। এক পলকের মধ্যেই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা মণ্ডপ। কী ভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। 

আগুন লাগার ঘটনার কিছুক্ষণের মধ্যেই দমকল এসে কাজ শুরু করে। আগুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল বাহিনীর সঙ্গে। কোনও মৃত্যু খবর পাওয়া যায়নি এটাই বড় স্বস্তি। কিন্তু পুজো শুরুর ঠিক আগেই এমন ঘটনায় মন খারাপ এলাকাবাসীর।   
 

Around The Web

Trending News

You May like