দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই নিউ আলিপুরে রঙের কারখানায়

দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই নিউ আলিপুরে রঙের কারখানায়

কলকাতা:  নিউ আলিপুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন। কুণ্ডলী পাকানো  কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে  গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ৫ টি ইঞ্জিন। এখনও  কারখানার ভিতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।  কারখানার মধ্যে রাখা গ্যাস সিলিন্ডারেই বিস্ফোরণ ঘটছে বলে মনে করা হচ্ছে। কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা৷ তাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলাচ্ছে দমকল বাহিনী। যদিও দমকলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকে৷ কিন্তু, দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। ততক্ষণে আগুন অনেকটা থড়িয়ে পড়েছে। দমকল আসার অপেক্ষা না করেই আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা৷ 

আরও পড়ুন- পুলিশ বলছে ‘মা’ মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় নালিশ বিজেপির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ কারখানার ভিতর থেকে গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় কারখানার ভিতর কেউ ছিলেন কিনা, তা জানা যায়নি৷ তবে সেই সময় কারখানার বাইরে তিন জন কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা৷ কিন্তু, আগুন লাগার পরেই সেখান থেকে পালিয়ে যান তাঁরা৷ নিমেষে আগুন ছড়িয়ে পড়তে থাকে। দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা ঘর থেকে জল এনে নেভানোর চেষ্টা শুরু করেন। খবর দেওয়ার কিছু সময় বাদে অকুস্থলে পৌঁছয় দমকল। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিআইজি, বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও। কী ভাবে এই আগন লাগল তা এখনও স্পষ্ট নয়৷ কারণ খতিয়ে দেখবা দলকল বিভাগ৷