ঘুসুড়ির গুদামে বিধ্বংসী অগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
Updated: Nov 21, 2023, 10:17 IST
| 
হাওড়া: হাওড়ায় ফের অগ্নিকাণ্ড। কালো ধোয়ায় ঢাকল আকাশ৷ মঙ্গলবার সকালে ঘুসুড়িতে একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কী থেকে গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘিঞ্জি এলাকায় ওই গুদাম ঘর থাকায় দ্রুত আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ দ্রুত আগুন নেভানোর টেষ্টা চলছে৷
গত সোমবারও হাওড়া অগ্নিকাণ্ড ঘটে৷ একটি গুদামে আগুন লেগে যায়। ফোরশোর রোডের উপর ছিল একটি জুটমিলের গুদাম৷ গটা এলাকায় আতঙ্ক ছড়ায়৷ দমকলের তিনটি ইঞ্জিন অকুস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত অক্টোবর মাসে হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন ধরেছিল। পাঁচ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল দমকলের ১৩টি ইঞ্জিন।