হাওড়া: চলতি বছরের জুলাই মাসে হাওড়ার মঙ্গলাহাটে আগুন লেগেছিল। সেই ঘটনার তিন মাসের মধ্যে আবার অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়। এবার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ভোজ্য তেলের গুদামে আগুন লাগলো। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে ১৩টি দমকলের ইঞ্জিন। আপাতত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও মৃত্যু কোনও খবর নেই।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল ৭টার কিছু পরেই এই গুদামে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়ানক আকার ধারণ করে। অনুমান, গুদামে প্রচুর পরিমাণে ভোজ্য তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ পুরোদমে চলছে কিন্তু কী ভাবে এই আগুন লাগলো সেটা এখনও জানা সম্ভব হয়নি।
মঙ্গলাহাটের আগুন লাগার ঘটনায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল। একুশে জুলাইয়ের দিন মঙ্গলাহাট পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও দেন। তারপর আবার এই অগ্নিকাণ্ডের ঘটনা এলাকার সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়েছে।