কলকাতা: বিজেপির নবান্ন অভিযান ঘিরে যে শহর কলকাতায় উত্তাপের আবহ তৈরি হবে তা জানাই ছিল। কিন্তু পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে তা হয়তো অনুমান করা যায়নি। এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটল। অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। দাবি করা হচ্ছে, একাধিক বিজেপি কর্মী পুলিশের গাড়িতে উঠে আগে তা ভাঙচুর করে, তারপর আগুন লাগিয়ে দেয়। এদিকে, বিজেপি রাজ্য সভাপতি বিস্ফোরক দাবি করে বলেছেন, পুলিশ বোমা ছুড়েছে। পরে তাঁকে আটক পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন- শুভেন্দু-লকেটকে ভ্যানে তুলল পুলিশ, সাঁতরাগাছি যাওয়ার আগেই আটক রাহুলও
এদিন এমজি রোডে পুলিশের পিসিআর ভ্যান, টুপি, উর্দিতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে বলে খবর। রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিসিআর ভ্যান দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে ওই আগুন নেভায়। এদিকে হাওড়ার মিছিল থেকে আটক করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তিনি অভিযোগ করেছেন, পুলিশ বোমা ছুড়ছে, বোমার আওয়াজ পাওয়া গিয়েছে অনেক জায়গায়। তবে কিছুক্ষণ আগেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন যে নবান্ন অভিযান শেষ হয়েছে।
এই অভিযানকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি, হাওড়া ময়দান, লালবাজার, এমজি রোড এলাকা। জায়গায় জায়গায় বিজেপি কর্মী, নেতাদের সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে তাঁরা। অন্যদিকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন লাগানো, ইট ছোড়ার অভিযোগ করা হয়। এই অভিযানকে কেন্দ্র করে অনেক বিজেপি কর্মী আহত হয়েছেন। কাঁদানে গ্যাসের কারণে একদিকে তারা যেমন অসুস্থ হয়েছেন, ঠিক তেমনই গ্যাস সেল ফাটায়, ইট বৃষ্টির মধ্যে পড়েও অনেকে আহত।