আবারও শহরের বস্তিতে অগ্নিকাণ্ড, একাধিক ঝুপড়িতে আগুন

আবারও শহরের বস্তিতে অগ্নিকাণ্ড, একাধিক ঝুপড়িতে আগুন

কলকাতা: বিগত কয়েক মাসে শহর কলকাতার একাধিক বস্তিতে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। কখনও তপসিয়ার বস্তিতে, আবার কখনও চেতলার বস্তিতে। এছাড়াও বিধাননগর, ফুলবাগানের বস্তিতেও একই ঘটনা ঘটেছে। এবার ফের শহরের এক বস্তিতে আগুন লাগল। গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগানের বস্তিতে। একাধিক ঝুপড়িতে আগুন লেগেছে। রাতেই ঘটনাস্থলে পোঁছে গিয়েছে দমকল। আগুন নেভানোর কাজ দ্রুতই শুরু হয়েছিল।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুরভোটের দাবি BJP-র, সম্ভব কি? রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গতকাল রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে জোড়াবাগানের ৫ নম্বর বৈষ্ণব শেঠ লেনে। কিন্তু ভাগ্যের ব্যাপার, রাতে আগুন লাগলেও কেউ ওই বস্তিতে আটকে পড়েনি, নিরাপদে সকলে বেরিয়ে এসেছিল। এলাকায় প্রায় ১০০ ঝুপড়ি, তাই বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করছে দমকল। কিন্তু আপাতত সেই রকমের কোনও ঘটনা ঘটেনি। যদিও কী কারণে এই আগুন লাগল তাও এখনও পর্যন্ত জানা যায়নি।

রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৬টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। আসলে এই বস্তির বেশির ভাগ ঝুপড়ির দেওয়াল কাঠের বা বাঁশের। অন্যদিকে, এলাকায় অনেক ঝুপড়িতে আবার প্লাস্টিক বা ত্রিপলও ব্যবহার করা হয়েছে। তাই আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল। আপাতত কোনও মৃত্যুর খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *