হলদিয়ায় ইন্ডিয়া অয়েল কর্পোরেশনে ভয়াবহ আগুন, মৃত্যু তিন শ্রমিকের, আহত ৪০

হলদিয়ায় ইন্ডিয়া অয়েল কর্পোরেশনে ভয়াবহ আগুন, মৃত্যু তিন শ্রমিকের, আহত ৪০

 
হলদিয়া: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন শ্রমিকের৷ জখম আরও অন্তত ৪০ জন শ্রমিক৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিল্পনগরী হলদিয়া ইন্ডিয়া অয়েল কর্পোরেশনে৷ ঘটনার জেরে কারখানা চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য৷

সূত্রের খবর, এদিন দুপুরে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে আগুন লাগে। সকালে মকডিল হচ্ছিল। সেই সময়ই কোনও কারণে আগুন লেগে যায়৷ অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷

ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকলের কয়েকটি ইঞ্জিন। ততক্ষণে বেশ কয়েক জন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে তিনজন মৃত্যু হয়। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মৃত তিনজনের এখনও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি। এরপর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে৷ তবে এখনও ধিকি ধিকি করে ভিতরে আগুন জ্বলছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছেন দমকল কর্মীরা।

আইওসি-র এক আধিকারিক বলেন, ‘‘ঠিক কি কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়৷ তবে মনে করা হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজে কোনও ত্রুটি থাকলেও থাকতে পারে৷’’ জানা গিয়েছে, জখমের মধ্যে আর তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷’’ কারখানার এক কর্মী বলেন, ‘‘সকলে এক সঙ্গে কাজ করছিলাম৷ আচমকায় ছুটে এলে আগুনের হল্কা৷ কিছু বুঝে ওঠার আগেই পুরো এলাকা আগুনে ঢেকে যায়৷ কোনওমতে দৌড়ে প্রাণ বাঁচাতে পেরেছি৷’’ আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fourteen =