কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হলদিয়া পেট্রোকেমিক্যালসে। জানা গিয়েছে, ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লেগেছে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে একাধিক দমকলের ইঞ্জিন। আগুন লাগার জায়গায় দাহ্য এবং অতিদাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেই অনুমান সকলের। এখনও পর্যন্ত মৃত্যুর খবর সামনে না এলেও বিরাট ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভানোর কাজ শুরু হয়ে গিয়েছে এবং ভিতরে থাকা কর্মীদের মাইকিং করে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আশেপাশের দোকানগুলিও খালি করানো হয়েছে।
অন্যান্য দিনের মতোই এ দিন ন্যাপথা ট্যাঙ্কারে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল এবং সেই সময় হঠাৎ আগুন লেগে যায়। ভেতরে অনেক কর্মী কাজ করা হয় আগুনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি এবং মাইকিং করে সব শ্রমিকদের বের করে নেওয়া হয়েছে। যদিও ভেতরে কেউ আটকে রয়েছে কিনা সেই ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর পাশাপাশি আরও একটা ভয়ের কারণ শিল্প তালুকের অন্দরে অনেক রাসায়নিকের উপস্থিতি। সেখান থেকে আরো বড় রকমের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে দমকল বাহিনী। এর পাশাপাশি যেহেতু ব্যাপক ধোঁয়া বেরিয়েছে তাই পরিবেশ দূষণের আশঙ্কাও রয়ে গেছে।