কলকাতা: ফের শহরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল। পার্ক স্ট্রিট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে একটি গেস্ট হাউসে আগুন লাগে। এই ঘটনায় এক বাংলাদেশের নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও কয়েক জন। অগ্নিকাণ্ডের পর ওই গেস্ট হাউজ সিল করেছে পুলিশ। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে দমকলের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে ওই বাংলাদেশি নাগরিককে আর বাঁচানো যায়নি।
আরও পড়ুন- উল্টো পাল্টা হিন্দি বলে দিদি অখিলেশের দোকানটা বন্ধ করে দিলেন, বিস্ফোরক দিলীপ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বাংলাদেশি কলকাতায় এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ এখানে যখন আগুন লেগেছিল গেস্ট হাউসে থাকা প্রায় প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন। গেস্ট হাউসের রিসেপশনে আগুন লাগে। আগুন দোতলার ঘরেও ছড়িয়ে পড়ে। আগুন লেগেছে বুঝতে পারার পর গেস্ট হাউজ থেকে বেরোতে হুড়োহুড়ি শুরু হয়। কিন্তু অনেকেই আটকা পড়ে যান। অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ২-৩ জনও এখন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ আরও জানিয়েছে, যে বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে তিনি এক বৃদ্ধা। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর। আগুনের কারণে যে কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছিল তাতে দম বন্ধ হয়েই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।