কলকাতা: আবার শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবার গার্ডেন রিচে। FCI-এর গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে এবং সেখানে ইতিমধ্যেই রয়েছে ১০ টি দমকলের ইঞ্জিন। জানা গিয়েছে, আজ সকালেই রামনগর এলাকার ফুড কর্পোরেশনের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। যদিও এখনও পর্যন্ত গোডাউনের ভিতরে এই আটকে রয়েছে কিনা জানা যায়নি। আপাতত মৃত্যুর খবরও মেলেনি।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তারাতলা ময়লা ডিপো ও এফসিআই গোডাউনে আগুন লাগার কারণে বন্ধ হয়ে গিয়েছে তারাতলা রোড। স্থানীয় সূত্রে খবর, যে গুদামে আগুন লেগেছে তাতে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়েছে। মোট সাতটি গোডাউনে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র ১৫ মিনিট দুরত্বে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। তার তারাই কোনও রকমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন।