বছরের প্রথম দিনই শহরে অগ্নিকাণ্ড, ভস্মীভূত কারখানা

বছরের প্রথম দিনই শহরে অগ্নিকাণ্ড, ভস্মীভূত কারখানা

93bfd9e298c4ea4323b7391247316fdf

কলকাতা: লাগাতার আগুন মাগার মতো ঘটনা ঘটছে শহরে। বিগত কয়েক মাসে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। আজ নতুন বছরের প্রথম দিনেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা। দমদম এয়ারপোর্টের কাছে কৈখালি এলাকায় একটি রঙের কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এবং এনডিআরএফ সদস্যরা রয়েছে।

জানা গিয়েছে, দমকল অনুমান করছে কারখানার ভিতরে থাকা দাহ্য বস্তুর কারণেই এই আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকে প্রথম আগুন লাগে এবং দাহ্য বস্তুর জন্য তা দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কিছু দাহ্যবস্তু বোঝাই ড্রাম ছিল কারখানার ভিতরে। আগুন লাগার কারণে সেগুলি একের পর এক ফাটতে শুরু করেছিল বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। কারখানার ভিতরের ওই বিস্ফোরণের আওয়াজ অনেক দূর থেকেও শোনা গিয়েছে। যেখানে আগুন লেগেছে, সেই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। তাই আরও বড় বিপদ হতেই পারত বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এই ধরণের এলাকায় কী ভাবে এই কারখানা করার অনুমতি দেওয়া হল।

আপাতত গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ। আদতে কী করে আগুন লাগল তা জানা বাকি রয়েছে। এই বিষয় রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সী জানান, কী থেকে আগুন লাগল তা এখনও নিশ্চিত করা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে। এই কারখানা ছাড়াও এই এলাকায় রয়েছে গেঞ্জির কারখানা, কেমিক্যাল ফ্যাক্টরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *