কলকাতা: বাগবাজার, নিউটনের পর এবার দমদম ক্যান্টনমেন্ট। ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহর কলকাতায়। জানা গিয়েছে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন একটি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুড়ে ছাই হয়ে যায় ১০০ টির বেশি দোকান। এই ঘটনায় ইতিমধ্যে নাজেহাল অবস্থা সেখানকার ব্যবসায়ীদের। বিপুল টাকার সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
জানা গিয়েছে, গতকাল মাঝরাতের এই আগুন লাগার ঘটনাটি ঘটে। যদিও ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। এদিকে উত্তরে হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই। পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক দোকান। যদিও হতাহতের কোনো খবর নেই এটাই যা স্বস্তি। তবে আগুন লাগার ক্ষেত্রে বাজারের সুরক্ষার কোন ঘাটতি ছিল কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে বাজারে আগুন নির্বাপনের কোন ব্যবস্থা ছিল কিনা। তবে ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কগ্রস্ত এলাকাবাসীও। ওই বাজারের ব্যবসায়ীদের মানসিক অবস্থা আরো খারাপ কারণ ব্যাপক ক্ষতির মুখে পড়ে গিয়েছেন তারা।
কিছুদিন আগেই বাগবাজারের বস্তি এবং নিউটাউনের বস্তিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় কয়েক’শ বস্তি এবং রাতারাতি গৃহহীন হয়ে পড়েন শতাধিক মানুষ। সেই ঘটনায় রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় এবং সকলকে আশ্বাস দেওয়া হয় তাদের ঘরবাড়ি আবারো বানিয়ে দেওয়া হবে সরকারের তরফে। তবে আগুন লাগার ঘটনায় বিজেপি আঙ্গুল তুলেছে রাজ্য সরকারের দিকেই। অভিযোগ করা হচ্ছে যে, নির্বাচনের আগে ইচ্ছে করে আগুন লাগানোর মতো ঘটনা ঘটাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে তারা, এমনটাই অভিযোগ বিজেপির।