বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ঝুপড়ি, গৃহহীন বাইপাসের ৩৫টি পরিবার

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৩৫ টি ঝুপড়ি

5dc2f7244c48853ebce168d258095fe3

 

কলকাতা: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৩৫ টি ঝুপড়ি। ‌ গৃহহীন একাধিক। এদিন সন্ধ্যেবেলা এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাইপাসের ধারে বেঙ্গল কেমিক্যালসের কাছে ঝুপড়িতে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১৫ টি ইঞ্জিন। যদিও কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

এদিন সন্ধ্যে ৬.৩০ নাগাদ বেঙ্গল কেমিক্যালস এর কাছে ইএম বাইপাস সংলগ্ন পূর্বাশা আবাসনের নেতাজি নগর কলোনিতে বিধ্বংসী আগুন লাগে। প্রাথমিক অবস্থায় স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দমকলকে ডাকা হয়। পরবর্তী সময়ে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে ওই ৩৫ টি পরিবারের।  আগুন নিয়ন্ত্রণে আনার কারণে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় কারণ একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল। সেই কারণে বাইপাসে দীর্ঘক্ষন ট্রাফিক জামের সৃষ্টি হয়; দু’দিকের রাস্তার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল ট্রাফিক পুলিশ। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে গৃহহীন হয়ে পড়েছেন ৩৫ টি পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে ওই সমস্ত ঝুপড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদি এখনও পর্যন্ত অনুমান করা সম্ভব হয়নি আদতে কি কারনে এই ঝুপড়িতে আগুন লাগল কারণ ঘিঞ্জি এলাকায় আগুনের উৎস স্থলে পৌঁছতে পারেনি দমকল। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেই এলাকায় পৌঁছন রাজ্যের তিন মন্ত্রী। তাঁদের মধ্যে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগে ডাকা সত্বেও দমকলের ইঞ্জিন এবং পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *