বিধ্বংসী আগুন বাগবাজারের বস্তিতে, পরপর বিস্ফোরণের শব্দ

বিধ্বংসী আগুন বাগবাজারের বস্তিতে, পরপর বিস্ফোরণের শব্দ

কলকাতা: ফের একবার শহর কলকাতায় বড়সড় আগুন লাগার ঘটনা। এবার বিধ্বংসী আগুন লাগল বাগবাজারের ব্রিজের কাছে বস্তিতে। যদিও ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে বলে জানা গিয়েছে। এদিকে আগুন লাগার জায়গা থেকে পরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। 

এখন যা পরিস্থিতি তাতে আশঙ্কা করা হচ্ছে হাওয়ার জন্য আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এদিকে যে ক’টি দমকলের ইঞ্জিন এসেছে তারা আরো গাড়ি পাঠানোর অনুরোধ ইতিমধ্যেই জানিয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে এই ক’টি ইঞ্জিনে এত বড় আগুন নেভানো সম্ভব হবে না। অন্যদিকে, বিধ্বংসী আগুন লাগার জন্য বাগবাজারের ব্রিজের ওপর যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বাগবাজারের এই বস্তি অত্যন্ত জন বসতিপূর্ণ এবং কমপক্ষে ৩-৪ বাড়ি কম শক্তিশালী হলেও দোতলা বা তিনতলা করা। এই আগুন লাগার কারণে আশঙ্কা করা হচ্ছে সেই বাড়িগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে একই সঙ্গে বহু মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে গিরিশপার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত বন্ধ যান চলাচল। সংলগ্ন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।

এদিকে জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার ছাড়াও অনেক বেশি রাজ্য বস্তু থাকায় বস্তিতে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়েছে। সেই প্রেক্ষিতে দ্রুত আগুন না হতে পারলে পুরো বস্তি পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। যদিও দমকলের তরফে জানানো হয়েছে, পাশে বাগবাজার খাল থাকায় জলের সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =