‘সীতার সঙ্গে হাথরসের নির্যাতিতার তুলনা’, কল্যাণের নামে দায়ের এফআইআর

‘সীতার সঙ্গে হাথরসের নির্যাতিতার তুলনা’, কল্যাণের নামে দায়ের এফআইআর

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সীতার সঙ্গে তুলনা করেছিলেন হাথরসের নির্যাতিতা তরুণীর৷ যার জন্য এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করল বিজেপি৷ হাওড়ার গোলাবাড়ি থানায় দায়ের করা হয়েছে এফআইআর৷ হাথরস কান্ড নিয়ে বলতে গিয়ে একটি দলীয় জনসভায় নির্যাতিতাকে সীতার সঙ্গে তুলনা করেন তৃণমূল সাংসদ। সোমবার হাওড়ার গোলাবাড়ি থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার সদস্য আশীষ জয়সওয়াল। তবে নির্যাতিতাকে সীতা সঙ্গে শুধু তুলনাই নয়, রামচন্দ্রের ভক্তদের নিয়েও এদিন কুকথা বলেন কল্যাণ, এমনই অভিযোগ বিজেপি৷ যার জেরে কল্যাণের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনেছেন তারা৷

শনিবার ব্যারাকপুরের এক জনসভায় হাথরস নিয়ে বলতে গিয়ে ওই নির্যাতিতা তরুণীকে সীতার সঙ্গে তুলনা করেছিলেন কল্যাণ। কল্যাণবাবুর ওই বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে৷ এরপর প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। উত্তরপ্রদেশের হাথরসে এক দলিত তরুণীর উপর পাশবিক নির্যাতন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। যা ঘিরে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছিল দেশজুড়ে। সেইসময় তৃণমূলের এক প্রতিনিধি দল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়া হয় তাদেরকে৷ যার জেরে তৃণমূল নেতাদের বারবার উঠে এসেছে হাথরসের প্রসঙ্গ৷ এই প্রসঙ্গ তুলে বিজেপিকে একাধিকবার তুলোধনাও করেছে তারা৷ 

সম্প্রতি ব্যারাকপুরের দলের কর্মসূচিতে যোগ দিয়ে হাথরসের নির্যাতিতাকে সীতার সঙ্গে তুলনা করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রাবণের বদলে রামচন্দ্রের চ্যালারা সীতা দেবীকে অপহরণ করতেন তাঁর অবস্থাও নাকি হাথরসের নির্যাতিতার মত হত।’’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেওয়া সেই ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় জনতা যুব মোর্চা নামে একটি সংগঠনের অভিযোগ, কল্যাণের মন্তব্যে হিন্দু-ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে। যার জেরে এফআইআর করেছে তারা৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =