সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিজেপি নেতা অনুপমের নামে FIR

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিজেপি নেতা অনুপমের নামে FIR

204583f6c3efa6dbaaae0ace856a0329

 

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও পোস্ট করার অভিযোগে এবার বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে দায়ে এফআইআর৷ গিরিশ পার্ক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর৷ সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ে হিংসার ভিডিও কলকাতা বলে দাবি করে পোস্ট করেন ওই বিজেপি নেতা৷ এই মর্মে জামিন অযোগ্য ৩টি ধারায় মামলা রুজু হয়েছে৷

সম্প্রতি বিজেপি নেতা অনুপাম হাজরা ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেন৷ ভিডিও শেয়ার করে অনুপম হাজরা উল্লেখ করেন, কলকাতার খিদিরপুর এলাকায় জনতার হাতে আক্রান্ত হচ্ছে পুলিশ! কিন্তু, আদতে গোটা ভিডিওটি মুম্বইয়ের বলে জানাতে পেরেছে পুলিশ৷ খিদিরপুর অঞ্চলের নাম উল্লেখ করে ভুয়ো খবর পোস্ট করার দায়ে গিরিশ পার্কের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ৷

পরে পুলিশ জানতে পারে, অনুপাম হাজরা যে ভিডিও পোস্ট করেছেন, তা আদতে কলকাতার নয়৷ মুম্বইয়ের৷ যদি অভিযোগ দায়ের হওয়ার পরে অনুপম হাজরা ভিডিওটি মুছে দেন৷ সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তকর তথ্য দেওয়ার দায়ে ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে খবর৷ তদন্ত শুরু হলেও প্রতিক্রিয়া মেলেনি অনুপমের৷ যদিও তৃণমূলে থাকাকালীন দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক পোস্ট করতে দেখা গিয়েছিল লোকসভা ভোটের আগে বিজেপিতে নাম লেখানো প্রক্তন এই তৃণমূল সাংসদকে৷ পরে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *