১৬টি কুকুর শাবকের মৃতদেহ উদ্ধার এনআরএসে, থানায় দায়ের FIR

কলকাতা: হাসপাতাল চত্বর থেকে ১৬টি কুকুর শাবকের মৃতদের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এনআরএসে৷ রবিবার বিকালে হাসপাতাল চত্বরে তিনটি ব্যাগের মধ্য থেকে কুকুর শাবকদের ১৬টি দেহ উদ্ধার হয়৷ অভিযোগ, শাবকগুলিকে বিষ খাইয়ে পরে পিটিয়ে মেরে হত্যা করা হয়েছে৷ হাসপাতালের মধ্যে থেকে মৃত কুকুর শাবকের দেহ উদ্ধারের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশুপ্রেমিরা৷ কী কারণে এই হত্যা,

১৬টি কুকুর শাবকের মৃতদেহ উদ্ধার এনআরএসে, থানায় দায়ের FIR

কলকাতা: হাসপাতাল চত্বর থেকে ১৬টি কুকুর শাবকের মৃতদের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এনআরএসে৷ রবিবার বিকালে হাসপাতাল চত্বরে তিনটি ব্যাগের মধ্য থেকে কুকুর শাবকদের ১৬টি দেহ উদ্ধার হয়৷

অভিযোগ, শাবকগুলিকে বিষ খাইয়ে পরে পিটিয়ে মেরে হত্যা করা হয়েছে৷ হাসপাতালের মধ্যে থেকে মৃত কুকুর শাবকের দেহ উদ্ধারের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশুপ্রেমিরা৷ কী কারণে এই হত্যা, তা জানতে মৃত শাবকগুলির দেহ ময়নাতদন্তের দাবি তুলেছেন তাঁরা৷ গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ হতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পশুপ্রেমিদের একাংশ৷

এ দিন বিকালেই পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে FIR দায়ের করা হয় এন্টালি থানায়। পুরসভার তরফেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, বারাসতে পশু হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হবে মৃত শাবকদের দেহগুলি। খতিয়ে দেখা হবে সিসি ক্যামেরার ফুটেজ যাতে কে বা কারা ওই ব্যাগ গুলি ফেলল তা চিহ্নিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =