হলদিয়া: ফের শুভেন্দু ঘনিষ্ট প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল সরকার৷ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এফআইআর দায়ের হয়েছে হলদিয়ার ভবানীপুর থানায়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে আইন বর্হিভূতভাবে নিজের আত্মীয়দের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন এবং কাজ শেষ না হওয়ার আগেই টাকা মিটিয়ে দিয়েছেন৷ অথচ এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি৷ এবিষয়ে প্রশাসনিক কর্তারা সরাসরি কোনও মন্তব্য করতে না চাইলেও বিষয়টি ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে হলদিয়া জুড়ে৷
টেন্ডার বেনিয়ম করে সরকারের ১০ কোটি টাকার তছরূপের দায়ে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ ঘটনাচক্রে শ্যামাপ্রসাদের মতো শ্যামলকুমারও শুভেন্দু ঘনিষ্ট হিসেবেই পরিচিত রাজনৈতিক মহলে৷ এবং দু’জনেই কার্যত শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে প্রবেশ করেছিলেন৷ স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি চক্রান্তের অভিযোগ সামনে এনেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল৷
তাপসী দেবী বলেন, ‘‘তৃণমূল দল টা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত৷ ওদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন শ্যামলবাবু৷ দল ছেড়েছিলেন৷ তাই মিথ্যে মামলায় ওঁনাকে ফাঁসানো হল৷’’ অন্যদিকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলছেন, “বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত৷ তাই সব দুর্নীতিবাজ লোকগুলো ওখানে জড়ো হয়েছে৷ একাধিক জায়গায় কাজ হয়নি। কিন্তু টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। তাই সমস্ত বিষয়ের তদন্ত হবে।” যদিও গোটা বিষয় নিয়ে কোনও কথা বলতে নারাজ হলদিয়া পুরসভার বর্তমান পুরপ্রধান সুধাংশু মণ্ডল।
প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের নির্দেশে বিভিন্ন জেলায় জেলায় পুর ফাইল নাড়াচাড়া শুরু হয়েছে৷ তারই জেরে সামনে আসে হলদিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধানের টেন্ডার বেনিয়মের বিষয়টি৷ অভিযোগ, শ্যামলবাবু অবৈধভাবে নিজের এবং আত্মীয়স্বজনদের ঠিকাদারি সংস্থাকে পুরসভার কাজের টেন্ডার দিয়েছেন। এবং সেই কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার সংস্থাকে কাজের পুরো টাকা মিটিয়ে দিয়েছেন। এদিকে সেই কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে।
তৃণমূল সূত্রে দাবি, পুরসভার কোথাও সেই টেন্ডার কাজ দেওয়া কাজ আদৌ হয়নি। আবার কোথাও কাজ শুরু হলেও তা মাঝ পথে আটকে রয়েছে। এদিকে সেই ঠিকাদার সংস্থা টাকা নিয়ে চলে গিয়েছে! এই ঘটনায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে বিজেপি নেতা শ্যামলের বিরুদ্ধে। যদিও মেলেনি তাঁর প্রতিক্রিয়া৷ তবে পুরো ঘটনাটিকে কেন্দ্র করে তপ্ত হলদিয়ার রাজনৈতিক জমি৷