Aajbikel

ডিএ আন্দোলনকারীদের ৮ জনের বিরুদ্ধে FIR! মিলল আগাম জামিন

 | 
ডিএ

কলকাতা: ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সরকারি কর্মীদের একাংশ। সেই আন্দোলনকারীদের ৮ জনের বিরুদ্ধে আর্থিক তছরূপের বিরাট অভিযোগ উঠেছে। এমনকি তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কলকাতা হাইকোর্টে এই মামলা উঠতেই ডিভিশন বেঞ্চ অবশ্য এই ৮ জনকে আগামী জামিন দিয়েছে। কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে তদন্তে সহায়তা করেন।

শহরের এক থানায় অভিযোগ দায়ের হয় যে, সংগ্রামী যৌথ মঞ্চের এই ৮ জন ডিএ আন্দোলনকারীরা ২ কোটি টাকা লোপাট করেছেন। যদিও অডিট করে দেখা যায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা উঠেছে। সবটাই হিসেবের মধ্যে রয়েছে। ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ, নির্ঝর কুন্ডু, রাজীব দত্ত, চন্দন চ্যাটার্জি, সন্দ্বীপ ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল, শৈবাল সরকারের নামে টাকা নয়চয়ের অভিযোগ ওঠে। তবে যেহেতু তারা সরকারি কর্মচারী তাই তাদের ক্ষেত্রে কোনও শর্ত দেয়নি আদালত। শুধু জানান হয়েছে, তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে তাদের। 

আদালতে আগাম জামিনের আবেদনের পক্ষে আইনজীবীদের বক্তব্য, যিনি মামলা করেছেন তিনি আগে তাঁদের কাছে আন্দোলন তুলে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই পরামর্শ না মানার পর টাকা নয়ছোয়ের মিথ্যে অভিযোগ করা হয়েছে। আপাতত এই মামলায় আগাম জামিন মঞ্জুর করেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 

Around The Web

Trending News

You May like