CBI-এর বিরুদ্ধে গড়িযাহাট থানায় FIR!

CBI-এর বিরুদ্ধে গড়িযাহাট থানায় FIR!

কলকাতা: নারদা মামলায় রাজ্যের চারজন হেভিওয়েট নেতাদের গ্রেফতারির পর সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে শাসক দল এবং তার কর্মী এবং সমর্থকদের। এদিন আবার গড়িয়াহাট থানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে! অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। ভারতীয় দণ্ডবিধির ১৬৬, ১৬৬/এ, ১৮৮, ৩৪ এবং ৫১ (বি) ধারায় সিবিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের গ্রেফতারি বেআইনি, এই অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে তাদের তরফ থেকে।

গত সোমবারে লালবাজারে তৃণমূল কংগ্রেস বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়েছে। এর পাশাপাশি বিপর্যয় মোকাবিলা আইনেও এফআইআর দায়ের করা হয়েছে সিবিআইয়ের বিরুদ্ধে। এখন রাজ্যে চলছে লকডাউন কিন্তু তার মধ্যে এইভাবে সরকারি আধিকারিকদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। একাধিক সিবিআই অধিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =