কলকাতা: প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাজ্যসভার পাঁচ আসনে বাংলা থেকে মনোনীত ৫ সাংসদ। তৃণমূল কংগ্রেসের ৪ প্রার্থী এবং বাম-কংগ্রেস জোটের এক প্রার্থী। এঁরা প্রত্যেকেই ভোটাভুটি ছাড়াই মনোনীত হয়েছেন। রাজ্য থেকে চার তৃণমূল কংগ্রেসের ও এক সিপিআইএম এর প্রার্থী রাজ্যসভায় যাচ্ছেন। বুধবার বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অভিজিৎ সোম সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন ।
তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। যে পাঁচ জন আগামী ৬ বছরের জন্য সংসদের উচ্চকক্ষে সাংসদ হলেন; তাঁরা অর্পিতা ঘোষ, মৌসম নূর, সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী আর সিপিআইএম-এর বিকাশ ভট্টাচার্য। কংগ্রেসের সমর্থনে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য রাজ্যসভার আসন নিশ্চিত করেছেন।এদিন বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পরেই এই ঘোষণা। আগামী মাসে বাংলা থেকে রাজ্যসভার ৫ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। সেই ৫ আসন পূরণ করতেই ২৬ মার্চ ভোটাভুটির দিন স্থির হয়েছিল। কিন্তু কোনও রকম নির্বাচন ছাড়াই প্রাপ্ত সংখ্যার বিচারে রাজ্যসভায় যাচ্ছেন এ রাজ্যের ৫ সাংসদ।