অবশেষে পুরভোটের দিনক্ষণ ঘোষণার প্রস্তুতি নির্বাচন কমিশনের, উঠছে নিরাপত্তার দাবি

অবশেষে পুরভোটের দিনক্ষণ ঘোষণার প্রস্তুতি নির্বাচন কমিশনের, উঠছে নিরাপত্তার দাবি

কলকাতা: অবশেষে বাংলায় ফের নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন৷ রাজ্য সরকারের দেওয়া সুপারিশে সীলমোহর দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পুরসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই ১৮ জেলার জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ প্রতিটি জেলায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা মাথায় রেখে এলাকা চিহ্নিত করার কাজ শুরু করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার বিষয়ে জানতে চাওয়া হয়েছে৷ ১৮ জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়ে স্পর্শকাতর এলাকার চিহ্নিত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসেই পুরভোটো নিতে পারে নির্বাচন কমিশন৷ এই মর্মে জেলাশাসক দিয়ে তৈরি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ আগামী সাত দিনের মধ্যেই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা সম্ভাবনা রয়েছে৷ জেলা শাসকদের সব রকম পরিস্থিতি তৈরি থাকার জন্য জানানো হয়েছে৷ এলাকার চিহ্নিতকরণ সহ কোথায় কত পুলিশ প্রয়োজন, তার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে৷ আগামী সাত দিনের মধ্যেই পুরভোটের চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷

অন্যদিকে, পুরভোটে ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ নির্বাচনে ডেপুটেশন দিয়েছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷  পুরসভা নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা-সহ একাধিক দাবির কথা জানিয়েছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ ডেপুটেশন দেয়৷ ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, 'ভোটে কোন দল জিতবে আর কোন দল হারবে, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই৷ আমরা চাই, আমাদের সাংবিধানিক দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করে আসতে৷ তা যদি ক্ষুন্ন হয়, তাহলে বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে যেভাবে আমরা সারা রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম, সেভাবে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − five =