অবশেষে মোদির সভার দিনক্ষণ চূড়ান্ত করল বঙ্গ বিজেপি, আসছেন যোগী

কলকাতা: অবশেষে নরেন্দ্র মোদির সভার দিনক্ষণ চূড়ান্ত করল বঙ্গ বিজেপি৷ সভার দিনক্ষণ নিয়ে একের পর এক পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছিল নিচু তলার কর্মীদের মধ্যে৷ অবশেষে চলতি মাসেই রাজ্যে মোদির জোড়া সভাক দিন পাকা করল গেরুয়া শিবির৷ আগামী ২৮ ও ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রীর ২টি জনসভার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পেয়েছে রাজ্য বিজেপি৷ এছাড়াও ৩ ফেব্রুয়ারি পুরুলিয়া

অবশেষে মোদির সভার দিনক্ষণ চূড়ান্ত করল বঙ্গ বিজেপি, আসছেন যোগী

কলকাতা: অবশেষে নরেন্দ্র মোদির সভার দিনক্ষণ চূড়ান্ত করল বঙ্গ বিজেপি৷ সভার দিনক্ষণ নিয়ে একের পর এক পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছিল নিচু তলার কর্মীদের মধ্যে৷ অবশেষে চলতি মাসেই রাজ্যে মোদির জোড়া সভাক দিন পাকা করল গেরুয়া শিবির৷ আগামী ২৮ ও  ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রীর ২টি জনসভার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পেয়েছে রাজ্য বিজেপি৷ এছাড়াও ৩ ফেব্রুয়ারি পুরুলিয়া ও বাঁকুড়া এবং ৫ ফেব্রুয়ারি রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করবেন যোগী আদিত্যনাথ৷

বনগাঁয় সভা করবেন নরেন্দ্র মোদী। রাজ্যে কয়েকটি সভা পরপর করবেন তিনি৷ তার মধ্যে একটি সভা রয়েছে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তের এই এলাকায়৷ শুধু সভা করাই নয়, ঠাকুরনগরে গিয়ে বড়মা বীণাপানি দেবীর সঙ্গে দেখা করে আশীর্বাদও নেবেন তিনি৷ আসলে মনে করা হচ্ছে, মতুয়া সমাজের ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছে বিজেপি৷ আর সেটাই মোদীকে সামনে রেখে করার চেষ্টা হচ্ছে৷

আগামী এপ্রিল মাসে রাজ্যে ব্রিগেড সমাবেশের আয়োজন করবে বিজেপি৷ যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে বাংলায় অন্তত ৩০০টি ছোটবড় সভা করবে বিজেপি৷

বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে অভ্যন্তরীণ দলীয় রিপোর্ট এসেছে, তা থেকে স্পষ্ট, আগামী লোকসভা নির্বাচনে দেশের সমস্ত অবিজেপি রাজ্যের মধ্যে গেরুয়া শিবিরের সবথেকে ভালো ফল হবে বাংলাতেই৷ ফলে লোকসভা ভোটের নির্বাচনী প্রস্তুতিতে দলের বঙ্গ ব্রিগেডকে আরও মরিয়া হয়ে ঝাঁপানোর জন্য নির্দেশ দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷ আগামী ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিজেপির কোনও ব্রিগেড সমাবেশ হচ্ছে না৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’বার রাজ্যে গিয়ে প্রকাশ্য সমাবেশ করবেন৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের ঠিক প্রাক্কালে আগামী এপ্রিল মাসেই নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের আয়োজন করবে বিজেপি৷ সেইমতোই দলের রাজ্য শাখাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে৷ এপ্রিল মাসের ঠিক কবে উল্লিখিত ব্রিগেড সমাবেশ হবে, সেই তারিখ পরে চূড়ান্ত করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + six =