অবশেষে মোদীর সভার অনুমতি দিল প্রশাসন

কলকাতা : প্রধানমন্ত্রীর সভা ঘিরে জটিলতা কাটল। কাওয়াখালিতে মাঠেই হবে প্রধানমন্ত্রীর সভা। অবশেষে শনিবার অনুমতি দিল এসজেডিএ। ১১ এপ্রিল প্রথম দফার ভোটের ঠিক আগেই দু-দফায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি। ৩ এপ্রিল ও ১০ এপ্রিল সভা করবেন তিনি। এখন, ৩ এপ্রিল রাজ্যে জোড়া সভা করার কথা প্রধানমন্ত্রীর। একটি শিলিগুড়িতে, অপরটি ব্রিগেডে জনসভা।শিলিগুড়ির সভা ঘিরেই দেখা দিয়েছিল

114a058f181fb3fd73c08372e6e1d9fe

অবশেষে মোদীর সভার অনুমতি দিল প্রশাসন

কলকাতা : প্রধানমন্ত্রীর সভা ঘিরে জটিলতা কাটল। কাওয়াখালিতে মাঠেই হবে প্রধানমন্ত্রীর সভা। অবশেষে শনিবার অনুমতি দিল এসজেডিএ। ১১ এপ্রিল প্রথম দফার ভোটের ঠিক আগেই দু-দফায় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি। ৩ এপ্রিল ও ১০ এপ্রিল সভা করবেন তিনি। এখন, ৩ এপ্রিল রাজ্যে জোড়া সভা করার কথা প্রধানমন্ত্রীর। একটি শিলিগুড়িতে, অপরটি ব্রিগেডে জনসভা।শিলিগুড়ির সভা ঘিরেই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। যে মাঠে সভা হবে বলে ঠিক করা হয়েছিল, তা নিয়ে রাজ্যের অনুমতি না মেলায় সভাস্থল ঘিরে জট তৈরি হয়। ফলে সভা ঘিরেও অনিশ্চয়তা দেখা দেয়। অনুমতি না মিললে সভা বাতিল হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও জোরালো হয়ে ওঠে।এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনকেই পাখির চোখ করেছে বিজেপি। শুক্রবার আলিপুরদুয়ারের জনসভা থেকে লোকসভা ভোটে রাজ্যে মোট ২৩টি আসন জিতবেন বলে দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে, প্রধানমন্ত্রীর সভাকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *