ব্রেকিং: কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত প্যানেল বাতিল!

ব্রেকিং: কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত প্যানেল বাতিল!

কলকাতা: রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত প্যানেল বাতিল করে দিল স্টেট ট্রাইবুনাল কোর্ট। এই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি প্রয়োগ না করে প্যানেল প্রকাশের অভিযোগ তুলে মামলা করেন চাকরিপ্রার্থীরা। সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত চূড়ান্ত প্যানেল বাতিল করল স্টেট ট্রাইবুনাল আদালত। ২০২০ সালের অক্টোবর মাসে এই প্যানেল প্রকাশিত হয়েছিল। তখনই এই প্যানেল নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন- বাজেটের আগে শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটি

জানা গিয়েছে, তখন যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রমাণ আদালত পেয়েছে। তার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হয়েছে বলেই জানান হয়েছে। আইন অনুযায়ী যে কোনও প্যানেল প্রকাশিত হয় সংরক্ষণ রীতি মেনেই। কিন্তু অভিযোগ, এই প্যানেল প্রকাশিত হয়েছিল কোনও রকম সংরক্ষণ রীতি না মেনেই। এই রীতিকে সেভাবেই গুরুত্বই দেওয়া হয়নি। তার ফলস্বরূপ এই প্যানেলের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মোট ৮ হাজার ৪১৯ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং ১ হাজার ৮৭১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয় এবং তার প্রেক্ষিতেই ৬ হাজার ০৪৮ জনের নিয়োগ বন্ধ হয়ে যায়। আজ গোটা প্যানেলেই স্থগিতাদেশ দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *