স্কুলে দুই ছাত্রের মারামারি, কানে ঘুষি সহপাঠীকে, ডায়মন্ড হারবারে মৃত্যু একাদশের পড়ুয়ার

স্কুলে দুই ছাত্রের মারামারি, কানে ঘুষি সহপাঠীকে, ডায়মন্ড হারবারে মৃত্যু একাদশের পড়ুয়ার

কলকাতা: মর্মান্তিক! স্কুলে একাদশ শ্রেণির দুই ছাত্রের তুমুল মারপিটে ঘটল ভয়ঙ্কর কাণ্ড৷ মৃত্যু হল একজনের৷ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা৷ মৃত ছাত্রের নাম মলয় হালদার৷ বাড়ি ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায়৷ 

 

আরও পড়ুন- সংশোধনাগারে ‘অত্যাধিক’ বন্দি, সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিল  মলয়৷ জ্বরে ভুগছিল সে। শরীর একটু সুস্থ থাকায় সোমবার স্কুলে গিয়েছিল। এদিন স্কুলে দ্বিতীয় পিরিয়ড শেষ হওয়ার পর এক সহপাঠীর সঙ্গে খেলাচ্ছলে মারপিট শুরু করে মলয়। খেলতে খেলতেই মলয়ের কানের নীচে ঘুষি মারে তার সহপাঠী। এর পরেই অসুস্থ হয়ে পড়ে সে। তাকে তড়িঘড়ি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, কোনও ভাবেই ছেলের মৃত্যু মেনে নিতে পারছিল না মলয়ের পরিবার৷ সরকারি হাসপাতাল থেকে মলয়কে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানকার চিকিৎসকরাও একই কথা জানান৷ মলয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ 

এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মলয়ের সহপাঠীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। স্কুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মলয়ের পরিবার৷ পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগও করেছেন মৃত ছাত্রের বাবা শ্যামাপদ হালদার।