কলকাতা: গণনার এখনও কিছুই হয়নি। সবেমাত্র খোলা হয়েছে পোস্টাল ব্যালট। তবে প্রাথমিক ট্রেন্ড থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ছে। পোস্টাল ব্যালট গণনায় আপাতত নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী। এদিকে, পুরুলিয়া, রঘুনাথপুরে এগিয়ে বিজেপি প্রার্থীরা। বাঘমুন্ডি আসনে এগিয়ে সংযুক্ত মোর্চা প্রার্থী নেপাল মাহাতো। দমদমে পিছিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ব্রাত্য বসু। অন্যদিকে, মানিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে।
আরও জানা যাচ্ছে, জামুড়িয়ায় এগিয়ে রয়েছেন সংযুক্ত মোর্চা প্রার্থী ঐশী ঘোষ। হাসন, সুজাপুরে এগিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থীরা। এদিকে, বারাকপুর, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণে এগিয়ে বিজেপি। দাঁতন, মুরারই, মঙ্গলকোট, খড়গপুর সদর, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল। রানিগঞ্জ, কেশিয়াড়ি, চন্দ্রকোণা, আলিপুরদুয়ার, দিনহাটা, মাদারিহাটে এগিয়ে বিজেপি। কেতুগ্রাম, আসানসোল উত্তর, সবং, নলহাটিতে এগিয়ে তৃণমূল, মেমারি, সিউড়ি, দুবরাজপুরে বিজেপি এগিয়ে। একদম অন্তিম তথ্য বলছে, পোস্টাল ব্যালটে এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে ৭০ আসনে, বিজেপি ৬৫ আসনে, জোট এগিয়ে ৩ টি আসনে। (প্রতিবেদন ছাড়ার সময় পর্যন্ত)।