হাতাহাতিতে জড়ালেন তৃণমূল-বিজেপি কাউন্সিলররা! ধুন্ধুমার কাণ্ড পুরসভায়

হাতাহাতিতে জড়ালেন তৃণমূল-বিজেপি কাউন্সিলররা! ধুন্ধুমার কাণ্ড পুরসভায়

fight

কলকাতা: নজিরবিহীন ঘটনা বললেও কম বলা হবে। ভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এর আগে অনন্তবার মৌখিক বিবাদে জড়িয়েছেন, একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেছেন, কিন্তু গায়ে হাত দেওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে কিনা তা কেউই বলতে পারবেন না। এবার তাই হল। শনিবার কলকাতা পুরসভার অন্দরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপি কাউন্সিলররা। মারামারি থামাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হল শহরের মেয়র ফিরহাদ হাকিমকে।  

এদিন পুরসভায় আলোচনা চলাকালীন আচমকা উত্তেজনা ছড়ায়। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর তীব্র বাদানুবাদ হচ্ছিল। এর মাঝেই আচমকা শুরু হয় হাতাহাতি। বিজেপির অভিযোগ, তৃণমূল কাউন্সিলর প্রথমে সজল ঘোষকে ধাক্কা দেন। অল্প সময়ের মধ্যেই চরম পর্যায়ে হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়। এই সময়ের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়েন আরও এক বিজেপি কাউন্সিলর এবং তৃণমূলের বোরো চেয়ারম্যান। সবশেষে অধিবেশন বয়কট করেন বিজেপি কাউন্সিলররা।

আসলে শ্যামপুকুর বিধানসভা এলাকার বাসিন্দা বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজোর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পুরসভা। এই ইস্যু নিয়েই এদিন উত্তেজনা ছিল পুর অধিবেশনে। এছাড়া বিজেপির তরফে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত একটি প্রস্তাব তোলার পরেই উত্তাপ আরও বাড়তে থাকে। অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠেছে তৃণমূল সদস্যদের একাংশের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য পাল্টা বলছে, তাঁদের বিজেপি কাউন্সিলররা গালাগালি দেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 1 =