ফের পাহাড়ে তুষারপাত, দার্জিলিংয়ে বাড়ছে পর্যটকদের ভিড়

দার্জিলিং: দীর্ঘ কয়েক বছর বাদে শুক্রবার প্রচুর তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে। শনিবার সেই বরফ পাহাড়ের বহু জায়গায় জমেছিল। তাতেই হুটোপাটি করতে দেখা যায় পর্যটকদের। শনিবার সকাল থেকে দার্জিলিংয়ে পর্যটক থিকথিক করছে। সকলেই এই আশা নিয়েই এসেছেন ফের বরফে ঢাকা পড়বে দার্জিলিং। তুষারপাতের বিরল দৃশ্য এই বাংলায় বসেই তাঁরা দেখতে পারবেন। সমতল শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে অনেকেই সকাল

ফের পাহাড়ে তুষারপাত, দার্জিলিংয়ে বাড়ছে পর্যটকদের ভিড়

দার্জিলিং: দীর্ঘ কয়েক বছর বাদে শুক্রবার প্রচুর তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে। শনিবার সেই বরফ পাহাড়ের বহু জায়গায় জমেছিল। তাতেই হুটোপাটি করতে দেখা যায় পর্যটকদের। শনিবার সকাল থেকে দার্জিলিংয়ে পর্যটক থিকথিক করছে। সকলেই এই আশা নিয়েই এসেছেন ফের বরফে ঢাকা পড়বে দার্জিলিং। তুষারপাতের বিরল দৃশ্য এই বাংলায় বসেই তাঁরা দেখতে পারবেন।
সমতল শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে অনেকেই সকাল ৯টার মধ্যে টাইগারহিল, ঘুম, জোড়বাংলো পৌঁছে যান। বড়দিন, নিউ ইয়ারের ছুটি কাটাতে কলকাতা সহ অন্যান্য রাজ্য থেকে পাহাড়ে আসা পর্যটকরা শনিবারই তুষারপাতের আনন্দ চুটিয়ে উপভোগ করেন। এদিকে তুষারপাতের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতারাতি ৬০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে। এদিন ফিরে যাওয়ার কথা ছিল যেসমস্ত পর্যটকের তাঁদের অনেকেই ফের তুষারপাতের আশায় থেকে যান। কয়েক বছর আগের স্মৃতি যেন পাহাড়বাসি তারিয়ে তারিয়ে গত দু’দিন ধরে উপভোগ করলেন। এদিকে এদিন রৌদ্রজ্জ্বল সকলেও বরফের আস্তরণ এতটুকুও গলেনি। আর তার উপরেই পর্যটকেরা দিনভর হুটোপাটিতে মাতেন। বরফ নিয়ে খেলার ছবি ক্যামেরা বন্দি করে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার প্রতিযোগিতা চলে। এদিন আকাশ পরিষ্কার থাকায় ম্যাল থেকে বরফে ঢাকা স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে। পাহাড়ের বাসিন্দারা জানিয়েছেন, কয়েকবছর পরে এত বরফ পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =