মহিলাদের ধূমপান করার প্রবণতা বাড়ছে রাজ্যে, উদ্বেগ চিকিৎসা মহলে

মহিলাদের ধূমপান করার প্রবণতা বাড়ছে রাজ্যে, উদ্বেগ চিকিৎসা মহলে

কলকাতা: ধূমপান ক্যানসারের কারণ। বিষয়টি সিগারেটের প্যাকেটে জ্বলজ্বল করেই লেখা থাকে। কিন্তু তাও তার বিক্রি কমে না। বরং উত্তরোত্তর সিগারেট খাওয়ার তাগিদ বেড়ে চলেছে। না, শুধু ছেলেদের মধ্যে এই চাহিদা বাড়ছে এমনটা নয়। সিগারেটের লালসা বাড়ছে মেয়েদের মধ্যেও। আর এই ইস্যু নিয়েই চরম উদ্বেগ ছড়াচ্ছে। কারণ, জানা গিয়েছে রাজ্যে  হু হু করে বাড়ছে মেয়েদের ধূমপান। এই জন্য বন্ধ্যাত্ব বা ভাবী সন্তানের ক্ষতির সম্ভাবনা আরও তীব্র হচ্ছে। 

চিকিৎসক মহলের বক্তব্য, আজকাজ মেয়েদের মধ্যে ধূমপানের হার যে বেড়েছে তা গত কয়েক বছরে ছিল না। ছেলেদের তো ধূমপানে ক্ষতি হচ্ছেই, মেয়েদের তাতে আরও বেশি ক্ষতি। স্বাভাবিকভাবেই নারীদের গঠন সহ আরও একাধিক বিষয় রয়েছে যা ছেলেদের থেকে আলাদা। সবথেকে বড় ইস্যু হল, সন্তানধারণ। অতিরিক্ত ধূমপানের জেরে রাজ্যে মেয়েদের মধ্যে বন্ধ্যাত্বের পরিমাণ বাড়ছে বলেও ধারণা। এছাড়া যারা গর্ভবতী, তাদের সন্তানেরও ক্ষতি হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানে। 

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের দাবি, ভারতে কমবেশি ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ ধূমপায়ী। সেখানে মহিলা ধূমপায়ীর সংখ্যা ১৩-১৫ শতাংশ। কিন্তু, চিন্তার বিষয় পুরুষদের তুলনায় মহিলাদের ধূমপান ছাড়ার প্রবণতা কম। আরও এক রিপোর্ট বলছে, পৃথিবীতে আমেরিকার পর সবচেয়ে বেশি মহিলা ধূমপায়ী ভারতে বাস করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =