সমুদ্রের ধারে পাথরের ওপর তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ! চাঞ্চল্য মন্দারমণিতে

সমুদ্রের ধারে পাথরের ওপর তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ! চাঞ্চল্য মন্দারমণিতে

mandarmani

দিঘা: সূর্যোদয় দেখার জন্য বহু পর্যটক ভোর বেলায় সমুদ্রের পাড়ে যান। দিঘা, মন্দারমণি বা যে কোনও সামুদ্রিক জায়গায় এমনটা হওয়াই স্বাভাবিক। কিন্তু এদিন মন্দারমণির সৈকতে গিয়ে একাধিক পর্যটকের যে এমন ভয়ানক অভিজ্ঞতা হবে তা কেউই ভাবেননি। বিচে ঘুরতে ঘুরতে কয়েকজনের নজরে আসে এক অর্ধনগ্ন মৃতদেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। আপাতত পুলিশ সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

জানা গিয়েছে, এদিন মন্দারমণির চাঁদপুরের কাছে পাথরের ওপর এক তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে শুধু অন্তর্বাস ছাড়া কিছু ছিল না। কয়েকজন পর্যটকরাই এই তরুণীর দেহ দেখতে পান এবং মন্দারমণি কোস্টাল থানায় খবর দেন। তারা এসে ওই মৃতদেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে এই ঘটনা আদতে কোথায় ঘটেছে তার তদন্ত শুরু করেছে তারা। মনে করা হচ্ছে, অন্য কোনও জায়গায় অপরাধ করে এই এলাকায় এসে দেহ ফেলে দেওয়া হয়েছে। 

সাতসকালে সমুদ্রসৈকতে অর্ধনগ্ন দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত দিঘা, মন্দারমণির পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারাও। তবে তাদের মধ্যে কেউ কেউ বলছেন, অন্য কোথাও এই তরুণীকে খুন করে সমুদ্র ভাসিয়ে দেওয়া হয়েছে দেহ। আসল ঘটনা কী, তা জানতে পুরোদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =