বালুরঘাট: চোট পেয়েছেন এসআই৷ রেস্ট রুমে ঢুকে আধিকারিকের পা টিপে সেবা করলেন মহিলা কনস্টেবল৷ সঙ্গে দেদার গল্প৷ প্রকাশ্যেই ভিডিও তোলা হলেও লেশহীন এসআই৷ যতই হোক, কেন্দ্রীয় সরকারের আধিকারিক বলে কথা৷ তবে, আধিকারিক ভাবলেশহীন হলেও যোগ্য জবাব দিয়েছে সোশ্যাল মিডিয়া৷ এসআইয়ের পদসেবায় মহিলা কনস্টেবলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা বাংলাজুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে৷
একটি ঘরে ডিউটিরত অবস্থায় এসআইয়ের পদসেবায় মহিলা কনস্টেবলকে দেখা গিয়েছে ভাইরাল ভিডিওটিতে৷ সেখানে দু’জনের খোশমেজাজে গল্প করতেও দেখা গিয়েছে৷ মহিলা কনস্টেবলকে পদসেবার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এসআইয়ের মন্তব্য, ‘এবার দেখছি, আমার চাকরিটা খাবে৷’ ওই মহিলা কনস্টেবলকে নিষেধ করা হলেও উল্টে এসআইকে শুয়ে থাকতে অনুরোধ করেন ডিউটিরত ওই কনস্টেবল৷ দু’জনের কৃত্তি মোবাইলে ভিডিও তোলা হলেও কিছুই পরোয়া করেননি তাঁরা৷
এরপরই ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ বালুরঘাট স্টেশনের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়৷ ঘটনা জানাজানি হতেই ক্লোজ করা হয় অভিযুক্ত জিআরপি-র এসআই সুকুমার অধিকারীকে৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার জেরে ওই আধিকারিকের বিরুদ্ধে শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত৷ তদন্ত শুরু করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ৷ বালুরঘাট স্টেশনের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার জানান, বালুরঘাট স্টেশন চত্বরে থাকা একটি ঘরের ভিডিও ভাইরাল হয়েছে। সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়েছে।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে কর্মরত ছিলেন বালুরঘাট উত্তামাশা এলাকার রেল পুলিশের এসআই সুকুমার। ওই দিনই বালুরঘাট স্টেশনের একটি ঘরে তাঁর পা টিপে দিচ্ছিলেন এক মহিলা পুলিস কর্মী। সেই সময় ঘরে আরও অনেকে ছিলেন। তাঁদের মধ্যেই কোনও একজন ছবিটি তোলেন ও পরে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে সুকুমার অধিকারীকে শিলিগুড়ি ডেকে পাঠিয়ে ক্লোজ করা হয়। ঘটনা খতিয়ে দেখতে বালুরঘাট স্টেশনে যাবেন মালদা ডিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একইসঙ্গে ভিডিও কে ভাইরাল করল তাও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।