বাসিন্দারা বরাবরই ভয় পান কাশীপুর রেল কোয়ার্টারকে, সেখানেই মেলে অর্জুনের দেহ

বাসিন্দারা বরাবরই ভয় পান কাশীপুর রেল কোয়ার্টারকে, সেখানেই মেলে অর্জুনের দেহ

কাশীপুর: কাশীপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ শুক্রবার সকালে কাশীপুর রেল কোয়ার্টার থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার দেহ। এই রেল কোয়ার্টার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বহু দিনের। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামার পরেই তারা আর ওই কোয়ার্টারের দিকের রাস্তায় পা ফেলেন না। বাড়ির দরজা বন্ধ করে নেন। এখন এখান থেকেই অর্জুনের মৃতদেহ উদ্ধার হওয়ায় তাদের আতঙ্ক আরও বহু গুণ বাড়ল। একই সঙ্গে নিরাপত্তাহীনতাও বাড়ছে তাদের মধ্যে।

আরও পড়ুন- বিনা বিচারেই কি মুক্তি হবে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার মূল অভিযুক্তের?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত বাড়লেই ওই কোয়ার্টার চলে যায় সমাজবিরোধী, দুর্বৃত্তদের হাতে। শুধু স্থানীয়েরা নন, বহিরাগতদের আড্ডাও চলে। চলে মদ্যপান। তাই সেখানে বিকেলের পর তারা আর যেতে পারেন না। ভয় পান। সেই কারণে বাড়ির দরজা বন্ধ করেই থাকেন নিরাপত্তার কারণে। এখন এই রেল কোয়ার্টারের ওখান থেকেই অর্জুনের দেহ উদ্ধারের ঘটনা ওই এলাকার বাসিন্দাদের ভয় আরও বাড়িয়ে দিয়েছে। যদিও কাশীপুর এলাকার পুরনো রেল কোয়ার্টারের সব ঘরে কেউ থাকেন না। যে ঘরের মধ্যে অর্জুনের দেহ উদ্ধার হয়েছে, সেটি এক বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থাতেই ছিল বলে জানা যায়। অন্যান্য যারা বাসিন্দা তারা এখন আরও বেশি ভয় পাচ্ছেন এই এলাকায় থাকতে।

কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা দায়িত্ব ছিল অর্জুন চৌরাশিয়ার কাঁধে। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র‍্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতেই এই বাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল৷ কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে এই রেল কোয়ার্টারের একটি ঘর থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 5 =