শ্বশুরের লালসার শিকার বধূ, শ্রীঘরে স্বামী

শ্বশুরের লালসার শিকার বধূ, শ্রীঘরে স্বামী

ভূপতিনগর: সদ্য বিবাহিত বৌমাকে ধর্ষণ করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। অভিযোগ, বিষয়টি স্বামীকে বললে সে পাশে দাঁড়ানোর পরিবর্তে লোক জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়৷ অবশেষে পুলিশের দ্বারস্থ হয় নব বধূ৷ তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে৷ ধর্ষক শ্বশুর অবশ্য পলাতক৷ পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার রাধাপুর এলাকার ঘটনা৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীর নাম রাজু মল্লিক। রবিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি ধর্ষিতা সদ্য বিবাহিতা গৃহবধূর গোপন জবানবন্দি গ্রহণ করেন বিচারক। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছ’মাস আগে পাশের গ্রামে ১৮ বছরের কিশোরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রাধাপুর গ্রামের রাজু মল্লিক।

আরও পড়ুন: অভিষেকের ছবি দিয়ে টুইট কংগ্রেসের! হঠাৎ কী এমন হল

 পুলিশকে ওই বধূ লিখিত অভি়যোগে জানিয়েছেন, ১৫ দিন আগে স্বামী ছিল না৷ বাড়িতে তাঁকে একা পেয়ে ধর্ষণ করে মধ্যবয়স্ক শ্বশুর আনোয়ার মল্লিক৷ স্বামী বাড়ি ফিরলে সব কথা জানায়৷ পাশে দাঁড়ানোর পরিবর্তে একথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় স্বামী রাজু৷ এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বধূ৷ সুবিচারের আশায় ভূপতিনগর থানায় স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ধর্ষিতার স্বামী  রাজুকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে রয়েছে শ্বশুর আনোয়ার মল্লিক। অভিযুক্তকে ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ঢি ঢি রব পড়ে গিয়েছে৷ বাবা ও ছেলের নিন্দায় মুখর গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eleven =