আত্মঘাতী বাবা, খবর শুনে হৃদরোগে মৃত্যু ছেলের

আত্মঘাতী বাবা, খবর শুনে হৃদরোগে মৃত্যু ছেলের

খড়গ্রাম: দীর্ঘদিন ধরেই ভুগছিলেন মানসিক অবসাদে৷ তারই জেরে শুক্রবার গভীর রাতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন  মাঝ বয়সী এক ব্যক্তি৷ সাত সকালে বাবার এহেন মৃত্যু সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল  ছেলেরও৷ একই বাড়িতে একই দিনে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার তো বটেই, শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামজুড়ে।

ঘচনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার দুনি গ্রামে৷ পুলিশ জানিয়েছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ওই ব্যক্তির নাম বুদ্ধদেব মণ্ডল (৫৩)৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেববাবু দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন৷ ইদানীং আপন মনেই বিরবির করে কথা বলতেন৷ অন্যদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না৷ শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷

স্থানীয় সূত্রের খবর, বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে সহ্য না করতে পেরে ঘরের মধ্যেই আচমকা পড়ে অজ্ঞান হয়ে যান বুদ্ধদেববাবুর ছেলে অন্তু৷ তাঁকে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি জানান, শোকে বিহ্বল ছেলে বোধহয় বাবার মৃত্যুর ধাক্কাটা সামলাতে পারেনি৷ তারই জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে৷ স্বাভাবিকভাবেই, বাবা-ছেলের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ৷ তাঁরা দেহ দুটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ স্বাভাবিকভাবেই কথা বলার মতো অবস্থায় নেই নিহতের পরিজনেরা৷ এলাকাজুড়ে রীতিমতো নেমে এসেছে শোকের ছায়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =