fast hearing
কলকাতা: পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন।
বিষয় হল, দীর্ঘদিন ধরে ফাঁকা করে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ। যার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস-এর মত পরীক্ষার ইন্টারভিউও। এই প্রেক্ষিতেই মামলাকারী প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে জানান, পিএসসিতে ৬ থেকে ৭ জন সদস্য থাকার কথা। কিন্তু বর্তমানে সেখানে রয়েছেন মাত্র দু’জন। এতে কাজের বড়সড় ব্যাঘাত ঘটছে বলে দাবি করেছেন তিনি।
পাশাপাশি তাঁর এও বক্তব্য, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ। যে কারণে ডব্লিউবিসিএস থেকে শুরু করে রাজ্য জুডিশিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে। বিষয়টি শোনার পরই মামলার দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।