গাছ বাঁচাতে গ্লুকোজের বোতল! নয়া কৌশলে চাষ করছেন এই কৃষক

গাছ বাঁচাতে গ্লুকোজের বোতল! নয়া কৌশলে চাষ করছেন এই কৃষক

 

নয়াদিল্লি: ভারত কৃষি প্রধান দেশ৷ আমাদের দেশের অধিকাংশ মানুষই কৃষিজীবী৷ তবে বৃষ্টিপাতের তারতম্যের জেরে অধিকাংশ সময়েই কৃষি কাজ ব্যহত হয়৷ জলের অভাব যে কৃষকদের কাছে বড় সমস্যা, তা আমাদের অজানা নয়৷ অনেক সময় একটি মাত্র শস্য উৎপাদনের জন্য আকুল হতে হয় কৃষকদের৷ আমাদের দেশে কৃষকদের আত্মহত্যার ঘটনাও তো আকছাড়৷ তবে এই সমস্যার মাঝেই একা নয়া কৌশল আবিষ্কার করে ফেললেন মধ্যপ্রদেশের এই কৃষক৷ যা সকলকে অবাক করে দিয়েছে৷ ফাঁকা গ্লুকোজের বোতলের সাহায্যে সবুজে ভরালেন তাঁর কৃষি জমিকে৷ 

আরও পড়ুন- রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের উপর ভোট রাজনীতির সমীকরণ কষছে গেরুয়া শিবির

মধ্যপ্রদেশের উপজাতি-অধ্যুষিত জেলা ঝাবুয়ার। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে শস্য উৎপাদন অনেকটাই কম৷ কিন্তু কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করতে হয় এখানকার অধিকাংশ মানুষকে৷ এই সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজতে গিয়েই সমাধানসূত্র খুঁজে পান স্থানীয় কৃষক রমেশ বারিয়া৷ ২০০৯-১০ সালে ন্যাশনাল এগ্রিকালচার ইনোভেশন প্রজেক্ট (এনএআইপি)-এর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে ওই এলাকার সমস্যার কথা জানিয়েছিলেন তিনি৷ তাঁদের কথা মতো শীত ও বর্ষার মরশুমে ক্ষুদ্র চাষের জমিতে কিছু সবজি চাষ শুরু করেছিলেন তিনি৷ আশানুরূপ ফলও পেয়েছিলেন৷ এর পর থেকে জমিতে করলা আর লাউ চাষ শুরু করেন৷ একটি ছোট নার্সারিও গড়ে তোলেন৷

আরও পড়ুন- কেমন হবে নতুন রাম মন্দিরের চেহারা? নকশা প্রকাশ কেন্দ্রের

বারিয়া বলেন, এখানে অনেক দেরিতে বর্ষা ঢোকে৷ ফলে জলের সংকট তৈরি হয়৷ জলের অভাবে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় তিনি ফের বিশেষজ্ঞদের পরামর্শ চান৷ তখন বিশেষজ্ঞরা তাঁকে জানান, এই সমস্যা থেকে অব্যাহতি পেতে তিনি ফাঁকা গ্লুকোজের বোতলের সাহায্য নিতে পারেন৷ এই কৌশল শেখার পরই ২০ টাকা কেজি দরে প্রচুর পরিত্যক্ত গ্লুকোজের বোতল নিয়ে আসেন বারিয়া৷ তার পর বোতলের নীচের দিকটা কেটে উল্টো করে তাতে জল ভরে প্রতিটি গাছের উপর ঝুলিয়ে দেন৷ যাতে বোতল থেকে জলের প্রবাহ অব্যাহত থাকে৷ এই পদ্ধতিতে চাষবাদও দুর্দান্ত হয়ে ওঠে৷ বারিয়া জানান, এই পদ্ধতিতে চাষ করে বেশ মুনাফা লাভ করেছেন তিনি৷ এই কৌশল শুধু জলের অভাবই দূর করেনি, জলের অপচয়ও রোধ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 11 =