রাতের অন্ধকারে পুড়ে ছাই ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো, এখানে আসতেন জ্যোতিবাবুও

জলপাইগুড়ি: রাতের অন্ধকারে পুড়ে ছাই আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো। জলদাপাড়া পর্যটনের প্রাণকেন্দ্র ছিল এই বাংলো৷ মঙ্গলবার রাত ৯টা নাগাদ সেখানে আগুন লাগে৷ …

জলপাইগুড়ি: রাতের অন্ধকারে পুড়ে ছাই আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো। জলদাপাড়া পর্যটনের প্রাণকেন্দ্র ছিল এই বাংলো৷ মঙ্গলবার রাত ৯টা নাগাদ সেখানে আগুন লাগে৷  সঙ্গে সঙ্গে দমকল বিভাগে ফোন করেছিলেন বাংলোর কর্মীরা। দ্রুত সেখানে পৌঁছয় দমকল। কিন্তু হলং বাংলোকে রক্ষা করা সম্ভব হয়নি৷

 

বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘হলং যেন প্রকৃতির স্বর্গরাজ্য। কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এই বনবাংলোটি। কাঠের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ নিমেষে তা ভয়াবহ আকার নেয়৷ তাই এই বাংলাকে রক্ষা করতে পারলাম না।”

 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গেও এই বাংলোর যোগ ছিল৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন সুযোগ পেলেই ওই বাংলায় গিয়ে উঠতেন তিনি। পুজোর ছুটিতে বেশ কয়েকবার জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরে গভীর জঙ্গলে ঘেরা ওই বাংলোয় কাটিয়েছিলেন তিনি৷

 

এই বাংলোর পাশ দিয়ে বয়ে গিয়েছে হলং নদী। জলদাপাড়ায় এসে হলং বন বাংলো না দেখলে পর্যটকদের ঘোরা যেন সম্পূর্ণ হয় না৷ ভিআইপি হোক বা সাধারণ মানুষ, প্রত্যেকেরই প্রিয় ছিল হলং বাংলো৷ কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। সম্পূর্ণ বাংলোটি কাঠের তৈরি হওয়ায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় পর্যটকদের সাধের হলং বাংলো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *