বগটুই: তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনা সকলের মনে আছে। সেই ঘটনায় নিহতদের পরিবারের অনেক সদস্য এই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। বিজেপি তাঁদের সকলকে টিকিট দিয়েছিল। কিন্তু লাভ কিছু হল না। কেউ জিততে পারেননি। প্রত্যেকেই তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন।
বগটুইকাণ্ডে প্রাণ হারানো ডলি বিবির পুত্রবধূ রামপুরহাট ১ ব্লকের পঞ্চায়েত সমিতির পদে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তিনি ভোটে হেরেছেন তৃণমূলের কাছে। অন্যদিকে, বাকি অনেকের মতো মৃত্যু হয়েছিল মিহিলাল শেখের পরিবারের সদস্যদের। সেই মিহিলালের পরিবারের অন্য তিন সদস্য লড়েছিলেন পঞ্চায়েতে, বিজেপির টিকিটে। মিহিলালের দিদি তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন। বাকি যারা যারা বিজেপির টিকিটে লড়েছিলেন, তারাও কোনও সুবিধা করতে পারেননি।
যারা যারা ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে তাদের বক্তব্য ছিল, শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েই তাদের বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন সকলে। একই সঙ্গে প্রত্যেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেছিলেন। বলেছিলেন, তাঁরই আদর্শে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাজ্যকে দুর্নীতি মুক্ত দেখতে চান। কিন্তু ভোটের ফল তাদের সঙ্গ দিল না।