ব্রেকিং: চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে ছিটকে গেল তিনটি বগি

ব্রেকিং: চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে ছিটকে গেল তিনটি বগি

429b73d6b968eaea949484af221b0265

কলকাতা:  ফের দুর্ঘটনার কবলে রেল৷  চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে ছিটকে গেল তিনটি বগি। এই ঘটনার পরেই মেদিনীপুরে বেলদা স্টেশনের কাছে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট থেমে থাকার পর ফের রওনা দেয়৷ 

আরও পড়ুন- ভুগোলে এমএ-বিএড, সংসার চালাতে লোকাল ট্রেনে পোশাক বেচেন বৃষ্টি

এদিন আচমকাই আলাদা হয়ে যায় ফলকনুমা এক্সপ্রেসের তিনটি বগি৷ তবে বড়সড় দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের বেলদা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ২৫টি বগির মধ্যে তিনটি বগি ছিটকে যায় বলে স্থানীয় সূত্রে খবর। প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামে ফলকনুমা এক্সপ্রেস।এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন৷ এদিকে, খবর পেয়েই রেলের আধিকারিকরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের বগি জুড়ে দেওয়া হয় এবং সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়।

 

জানা গিয়েছে, শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ ফলকনুমা এক্সপ্রেস তখন বেলদা স্টেশন ছেড়ে ওড়িশার দিকে যাওয়ার সময় দাঁতন গেটের মাঝে৷  ট্রেনে কিছু গোলমাল হয়েছে বলে বুঝতে পারেন চালক। এরপরেই দেখেন মূল ট্রেন থেকে তিনটি বগি আলাদা হয়ে গিয়েছে৷  সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়৷ মূল ইঞ্জিনের সিবিসি জুড়ে দেওয়ার পর রওনা দেয় ট্রেন। মেকানিকাল সমস্যার জেরেই সিবিসি আনলক হয়ে গিয়েছিল বলে রেল সূত্রে খবর৷

এক প্রত্যক্ষদর্শীর কথায়, “সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনুমা এক্সপ্রেসের তিনটে বগি রেলগেটের কাছে এসে খুলে যায়। বগি তিনটি ছিল পিছনে। বিষয়টি গার্ডের নজরে আসচেই সঙ্গে সঙ্গে চালককে ফোন করে জানান৷ এর পর ওঁরা নেমে তিনটে বগি জুড়ে দেন। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই।”