কলকাতা: বিধানসভা নির্বাচন হোক কিংবা পুরভোট, ভুয়ো ভোটার নিয়ে তরজা চলবেই। আজ সকাল থেকে একাধিক জায়গায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। আর ভুয়ো ভোটার ইস্যুতে হইহই কাণ্ড ব্রেবোন রোডে। হাওড়া থেকে লোক এনে এখানে ভোট করানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক এই ইস্যুতে ব্যাপকভাবে সরব হয়েছেন।
কংগ্রেস প্রার্থীর বক্তব্য, দু’জন ভুয়ো ভোটারকে ধরেছেন তিনি যাদের কাছ থেকে যে ভোটার কার্ড পাওয়া গিয়েছে সেই কার্ড ভুয়ো বলে অভিযোগ তাঁর। তিনি জানিয়েছেন, মোট চারজন ছিল একসঙ্গে। দুজনকে ধরা গেলেও, দুজন পালিয়ে গিয়েছে। যারা পালিয়েছে তারা হাওড়া থেকে এসেছিল বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, তারা কেউ নিজের বাবার নাম ঠিকঠাক বলতে পারছিল না। তারা তৃণমূলের হয়ে ভোট করাতে এসেছিল বলে অভিযোগ করছেন তিনি। যদিও, ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, কংগ্রেস নাটক করে ভোট আটকাতে চাইছে। ভোটারদের বিরক্ত করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
তবে ঘটনা যাই হোক গোটা ইস্যু নিয়ে খানিক উত্তপ্ত হয় এলাকা। পুলিশ ঘটনার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং লাল সোয়েটার পরা এক ব্যক্তিকে পাকড়াও করে। এদিকে আবার বিজেপি দাবি করছে, কংগ্রেস প্রার্থী ভোট দিতে দিচ্ছেন না ভোটারদের। তিনি সকলকে বিরক্ত করছেন।