এবার পুলিশের পরীক্ষাতেও ভুয়ো পরীক্ষার্থী, নদীয়ায় আটক একাধিক

এবার পুলিশের পরীক্ষাতেও ভুয়ো পরীক্ষার্থী, নদীয়ায় আটক একাধিক

নদীয়া: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে এসে আটক একাধিক ভুয়া পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সন্দেহ হয় পুলিশের৷ জিজ্ঞাসাবাদে ধরা পড়ে ভুয়া পরীক্ষার্থী। পুলিশ সূত্রের খবর: নদীয়া জেলার রানাঘাট জেলা পুলিশের অধীনে কুড়ি জন এবং কৃষ্ণনগর জেলা পুলিশের অধীনে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা প্রত্যেকে অন্যের নামে পরীক্ষা দিতে এসেছিল বলেই প্রশাসন সূত্রে জানা যায়।

উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে আজ  রাজ্য পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা ছিল। প্রতিটি কেন্দ্রে ছিল রাজ্য পুলিশের একজন অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার। স্কুল গেটের সামনে রাজ্য পুলিশের তরফ থেকে প্রতিটি পরীক্ষার্থীকে নিয়ম মেনে বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করানো হয়েছে। জলের বোতল স্কুল ব্যাগ সহ মোবাইল কোন কিছুই অ্যালাও করা হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নদীয়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে আসেন চাকরিপ্রার্থীরা। তাদের মধ্যেই নদীয়া জেলা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য৷ স্থানীয় মানুষ বলছেন, ‘‘পুলিশ হবে সেখানেও ভুয়ো৷ অপরাধীদের আস্পর্ধা ভাবুন৷’’ যদিও একাংশের মতে, বিষয়টিকে হাল্কা চালে না দেখে প্রশাসনের উচিত ভাল ভাবে বিষয়টির নজর দেওয়া৷ তাহলে হয়তো সামনে উঠে আসতে পারে অনেক রাঘব বোয়ালের নাম৷ জেলা পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘তদন্ত চলছে৷ তদন্তে সবদিকই খতিয়ে দেখা হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 6 =