খাস কলকাতার বুকে বড়সড় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ১২

খাস কলকাতার বুকে বড়সড় ভুয়ো কল সেন্টারের হদিশ, গ্রেফতার ১২

কলকাতা: ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তিনটি কল সেন্টারে হানা দিয়ে এক মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। উদ্ধার প্রচুর পরিমানে ল্যাপটপ, মোবাইল ফোন, সিমকার্ড ও ডকুমেন্ট সহ বিভিন্ন জিনিস।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিধাননগর এলাকায় ভুয়ো কল সেন্টারের আড়ালে শতাধিক ব্যক্তি ভিন রাজ্যের নাগরিকদের প্রতারণা করছে বলে খবর আসে। সেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগুইআটি থানার অন্তর্গত কেষ্টপুর প্রফুল্লকানন এলাকায় তিনটি ভুয়ো কল সেন্টারের খোঁজ পায় পুলিশ। সেই তথ্য ধরেই, বুধবার কেষ্টপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে এক মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই তিনটি কল সেন্টারে যুবক যুবতীদের কল সেন্টারের কাজে নিযুক্ত করা হত। সেই ভুয়ো কল সেন্টারের আড়ালে শতাধিক যুবক যুবতীদের দিয়ে কোনও একটি ফোন নম্বরকে বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করে random call করানো হতো। মূলত ভিন রাজ্যের নাগরিকদের মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিত এবং তার পরিবর্তে প্রত্যেকের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করত সেই নবনিযুক্ত যুবক যুবতীরা।

টানা তল্লাশি চালিয়ে  ৪১টি মোবাইল, ৩৯টি সিম বেসড টেলিফোন রিসিভার, ৮টি অ্যাটেনডেন্স রেজিষ্টার, ৩১টি ডাটা শিট, ৩টি প্যান কার্ড, ৬টি ডেবিট কার্ড, ২টি ল্যাপটপ সহ একাধিক ডকুমেন্টস উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। এদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানোর আবেদন জানাবে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই তিনটি ভুয়ো কল সেন্টারের দুই মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 15 =