২ লক্ষের বেশি টাকার জাল নোট উদ্ধার! রয়েছে বাংলাদেশি যোগ

২ লক্ষের বেশি টাকার জাল নোট উদ্ধার! রয়েছে বাংলাদেশি যোগ

fake 500 rupees

কলকাতা: জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত ২৩ বছরের এক যুবক গ্রেফতার। তার কাছে তল্লাশি চালিয়ে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে। শনিবার মুর্শিদাবাদ থেকে এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের অনুমান, সে এক নয় বড় কোনও চক্র এর ঘটনার পিছনে আছে। তাই এখন ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে তদন্তকারী অফিসাররা। 

পুলিশ মারফত জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা শুক্রবার সন্ধ্যের পর ৩৪ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী এক এলাকায় তল্লাশি অভিযান চালায়। খবর ছিল, এই এলাকাতেই বাংলাদেশ থেকে আসা প্রচুর জাল নোট সরবরাহ হচ্ছে। ওই এলাকায় পৌঁছে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকেই উদ্ধার হয় ৫০০ টাকার জালনোটে বিপুল পরিমাণ অর্থ।  

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই জাল নোট মালদহ থেকে হাতবদল করে মুর্শিদাবাদে ঢুকলেও আদতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনও একটি ছাপাখানায় তৈরি ‌‌হয়েছিল। ধৃত যুবক বৈষ্ণবনগর থেকে ওই জাল নোটগুলি সুতির এক বাসিন্দাকে দিতে যাচ্ছিল। এবার এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =