এগরা: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রী অভিযোগে ভিত্তিতে স্বামীকে আটক করল এগরা থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এক নং ওয়ার্ডে দীঘা মোড় এলাকায়। অভিযুক্ত স্বামী ইন্দ্রজিত মাইতি। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।
জানা গিয়েছে, এগরা দিঘা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা ইন্দ্রজিত মাইতি দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। আর সেই সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের চেষ্টা করে স্বামী। আর সেই কাজে পুরো সহযোগিতা করে শাশুড়ি সহ শ্বশুর বাড়ির সদস্যরা গৃহবধূর অভিযোগ। শুক্রবার সকালে স্ত্রীকে খুনের চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এরপর গৃহবধূ এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে স্বামীকে আটক করে। ঘটনা তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।
নির্যাতিতা স্ত্রী কেকা মাইতি বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে আমার স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে। শ্বশুর-শ্বাশুড়ি প্রত্যেকে এই ঘটনায় জড়িত রয়েছেন। সম্পর্ক যার থাকা সত্ত্বেও জেনেও আমি বাড়িতে সহ্য করেছিলাম। গত একমাস আগে মেয়েকে বিয়ে করবে বলে বাড়িতে তুলে আনে স্বামী ইন্দ্রজিৎ। প্রতিবাদ জানালে শুক্রবার সকালে ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। আমি শাস্তি চাই৷” যদিও পুলিশের হাতে আটক ইন্দ্রজিৎ মাইতি বলেন, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। কোনও মারধর করা হয়নি। নাটক করেছে৷” এগরা থানায় এক পুলিশ আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷”