শিলিগুড়ি: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৮টি শকুনের৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে মাত্র ১০ কিমি দূরে গুলমা চাবাগানের কাছে৷ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার রেল লাইনের উপর৷ এই ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা৷ চাঞ্চল্য ছড়িয়েছে বনকর্মীদের মধ্যে৷
জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় গত কয়েকদিন ধরে রেল লাইনের উপর একটি গরু মরে পড়ে ছিল৷ রেল লাইনের উপর কয়েকটি শকুন সেই মৃত গরুর মাংস খাচ্ছিল৷ সেই সময় দ্রুতগামী একটি ট্রেন ওই স্থান অতিক্রম করছিল৷ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ৮টি শকুন৷
West Bengal: According to DFO, Darjeeling Wildlife Division, 6 vultures were run over by a train last night while they were feeding on a cow carcass lying on the train track in Sukna, Siliguri pic.twitter.com/tQCcSyAA1Q
— ANI (@ANI) February 2, 2019
দার্জিলিং বন্যপ্রাণি শাখার ডিএফও ধর্মদেব রাই জানান, ঘটনাটি শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটেছে। ৮টি শকুন মারা গিয়েছে৷ তাদের ময়নাতদন্ত হয়ে গিয়েছে৷ গরুটিকে সরিয়ে ফেলা হয়েছে৷ বিষয়টি দুঃখ জনক৷ এনিয়ে উত্তর বাংলার প্রবীণ ও বিশিষ্ট পরিবেশ প্রেমী অনিমেষ বসু বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখ জনক৷ শকুন বিপন্ন প্রজাতির পাখি৷ রেলের উচিত ছিল মৃত গরুটি সরিয়ে নেওয়া৷ সময় মতো ব্যবস্থা না নেওয়ার জন্য এটা ঘটেছে৷ বিষয়গুলি নিয়ে ভাবা উচিত৷